এখনও অধরা দুষ্কৃতীরা, আদ্রার তৃণমূল নেতা খুনের তদন্তে গড়া হল সিট

দুর্গাপুর দর্পণ, আদ্রা, ২৫ জুন ২০২৩: পুরুলিয়ার (Purulia) রেল শহর আদ্রায় (Adra) ২২ জুন সন্ধ্যায় পার্টি অফিসে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান তৃণমূল (TMC) নেতা আদ্রা টাউন তৃণমূল সভাপতি ধনঞ্জয় চৌবে। গুরুতর জখম অবস্থায় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়। তাঁর নিরাপত্তা রক্ষী রাজ্য পুলিশের কনস্টেবল গুলিবিদ্ধ হয়ে ভর্তি আছেন দুর্গাপুরের মিশন হাসপাতালে।
খুনের তদন্তে সিট (SIT) গঠন করেছে পুলিশ। পুরুলিয়ার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই তদন্ত করবে সিট। সিটের অন্যান্য সদস্য হলেন অতিরিক্ত পুলিশ সুপার অম্লান কুমার ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (অভিযান) চিন্ময় মিত্তল এবং রঘুনাথপুরের এসডিপিও অবিনাশ ভীমরা। শনিবার রাজ্যপাল সিভি আনন্দ বোস কথা বলেন ধনঞ্জয়ের পরিবারের সদস্যদের সঙ্গে। রবিবার ধনঞ্জয়ের আড়রা গ্রামের বাড়িতে যান রাজ্যের মন্ত্রী মলয় ঘটক।