পুকুরে কীভাবে ডুবে গেল ছোট্ট পীযূষ, ভরসা সিসিটিভি ফুটেজ

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৬ আগস্ট ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) অন্ডালের শঙ্করপুর মাঝি পাড়া সংলগ্ন এলাকার একটি পুকুর থেকে শনিবার এক নিখোঁজ ষষ্ঠ শ্রেণীর পড়ুয়ার দেহ উদ্ধার হয়। মৃত ওই পড়ুয়ার নাম পীযূষ রাউত। পুলিশ দেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। এই ঘটনায় ব্য়াপক চাঞ্চল্য় ছড়িয়েছে এলাকায়।
জানা গিয়েছে, শুক্রবার স্কুলের উদ্দেশ্য়ে বাড়ি থেকে বেরিয়ে যায় সে। আর ঘরে ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর না পেয়ে অন্ডাল থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। শেষ পর্যন্ত শনিবার সকালে পুকুর থেকে উদ্ধার হয় তার দেহ। পুলিশ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করে তদন্ত শুরু করেছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।