দুর্গাপুর দর্পণ ডেস্ক, ১৮ এপ্রিল ২০২৪: বাড়ির ভিতরে বস্তাবন্দী নরকঙ্কাল। চাঞ্চল্য নদিয়ায় (Nadia) কল্যাণীতে। পুলিশ জানিয়েছে, হরিণঘাটা পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের কালীবাজার এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয়েছে বস্তায় ভরা কঙ্কাল। সেটি পুরুষ না মহিলার তা এখনও জানা যায়নি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় রয়েছে। দেখভালের জন্য একজন কেয়ারটেকার আছেন। বুধবার দুপুরে স্থানীয়রা দেখেন, ওই কেয়ারটেকার বস্তায় কিছু একটা ভরছেন। সন্দেহ হওয়ায় তাঁরা বাড়িতে গিয়ে দেখেন, বস্তায় ভরা হচ্ছে একটি নরকঙ্কাল। খবর পেয়ে আসে পুলিশ। পুলিশে আসতেই কেয়ারটেকার পালিয়ে যায়। পুলিশ কঙ্কালটি উদ্ধার করে নিয়ে যায়। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।