
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২২ ফেব্রুয়ারি ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত সংস্থা দামোদর ভ্যালি কর্পোরেশনের (DVC) তাপবিদ্যুৎ কেন্দ্র ডিটিপিএসে (DTPS) নতুন ৮০০ মেগাওয়াটের নতুন ইউনিট স্থাপনের প্রক্রিয়া শুরু হয়েছে। জায়গা ঘেরা হচ্ছে পাঁচিল দিয়ে। বস্তিবাসীদের দাবি, পুনর্বাসনের ব্যবস্থা না করলে তাঁরা উঠবেন না। সেই দাবিতে গত কয়েক মাস ধরে সেখানে চলছে আন্দোলন।
বৃহস্পতিবার মহকুমাশাসকের দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখালেন বস্তিবাসী। বিজেপি সাংসদ, বিধায়কের এর দেখা মিলছে না, এই স্লোগানও উঠে। বিক্ষোভকারী সুমনা বাউড়ি অভিযোগ করেন, রাষ্ট্রায়ত্ত সংস্থা তাঁদের এলাকা ছেড়ে যাওয়ার হুঁশিয়ারি দিচ্ছেন। কিন্তু কোথায় যাবেন তাঁরা? কেউ পাশে নেই। পুনর্বাসন ছাড়া কোনভাবেই ঘর ছাড়বেন না বলেও হুঁশিয়ারি দেন তাঁরা। পুনর্বাসনের দাবি জানিয়ে মহকুমাশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেন তাঁরা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।