স্বাধীনতার মাসে আদিবাসীদের মুখে হাসি ফোটাবার চেষ্টা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৪ আগস্ট ২০২৩: গত ৮ বছর ধরে স্বাধীনতার মাসে পুরনো বস্ত্র বিতরণ কর্মসূচি পালন করে আসছে সামাজিক সংগঠন দুর্গাপুর আড্ডা ইয়ং অ্যাসোসিয়েশন। এবারেও তার ব্যতিক্রম হল না।
১৩ আগস্ট দুর্গাপুর শহর সংলগ্ন রূপগঞ্জ আডাই চাঁদা গ্রামে ১৯২ জন আদিবাসী মানুষের হাতে বস্ত্র প্রদান করা হয়। সংস্থার সদস্য ছাড়াও সমাজের নানা অংশের মানুষের দেওয়া জামাকাপড়-শাড়ি ঝাড়াবাছাই এর কাজ চলে এক সপ্তাহ ধরে। শুধুমাত্র ভালো অবস্থায় থাকা জামাকাপড় ও শাড়ি যথাযথভাবে প্যাকিং করে গ্রামে নিয়ে মাপ অনুযায়ী বিলি করা হয়। খুদেদের হাতে তুলে দেওয়া হয় কেকের প্যাকেট।