দুর্গাপুর: রক্তদানের মাধ্যমে বাবার মৃত্যুবার্ষিকী পালন করলেন ছেলে। গত বছর অক্টোবরে দুর্গাপুরের এবিএল টাউনশিপের বাসিন্দা দিলীপ চৌধুরীর মৃত্যু হয়। ১২ অক্টোবর দিলীপবাবুর দেহ দান করা হয় শোভাপুরের বেসরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে। ছেলে দেবব্রত চৌধুরী রবিবার বাবার মৃত্যুবার্ষিকী পালন করা হয় রক্তদান শিবিরের মাধ্যমে। সহযোগিতা করে ওয়েস্ট বেঙ্গল ভলান্টারি ব্লাড ডোনার্স সোসাইটি।
শিবিরে ৬ জন মহিলা সহ মোট ২১জন রক্তদান করেন। দুর্গাপুর মহকুমা হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত সংগ্রহ করে। সোসাইটির সাধারণ সম্পাদক কবি ঘোষ বলেন, “মৃত্যুবার্ষিকীতেও এখন রক্তদান শিবির হচ্ছে। বিয়ে বাড়িতেও রক্তদান শিবির হচ্ছে। বোঝা যাচ্ছে মানুষ সচেতন হচ্ছেন। এভাবেই রক্তদান শিবির দিকে দিকে হতে থাকলে রক্তের সংকট মিটবে।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
দেবব্রতবাবু বলেন, “গত বছর বাবার মৃত্যু হয়। বাবার দেহ দান করা হয়। আজ মৃত্যুবার্ষিকী পালন করলাম রক্তদান শিবিরের মাধ্যমে। গাছের চারা বিতরণ করা হয়।” এছাড়া, পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ আচার্য সত্যেন্দ্রনাথ বসু বিজ্ঞান কেন্দ্রের সহযোগিতায় মরণোত্তর চক্ষুদান ও দেহদান বিষয়ক সচেতনতা শিবিরেরও আয়োজন করা হয়। শিবিরে মরণোত্তর চক্ষুদান ও দেহদানের জন্য ৪৯ জন অঙ্গীকারবদ্ধ হন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।