দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে বুধবার দেখা গেল, এক যুবক গলায় হাতে প্লাকার্ড নিয়ে একা একা আর জি কর কান্ডের বিচার চাইছেন। তিনি রানিগঞ্জের সৌমিক মুখোপাধ্যায়। বর্তমানে কলকাতার যাদবপুরে থাকেন। গান করেন। ছবি আঁকেন। তিনি জানান আরজি করে চিকিৎসক তরুণীকে যারা নৃশংসভাবে ধর্ষণ ও খুন করেছে, যতদিন তাদের কঠোর শাস্তি না হচ্ছে ততদিন চলবে তাঁর প্রতিবাদ।
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
দুই দিন রানিগঞ্জে প্রতিবাদ জানানোর পরে বুধ ও বৃহস্পতিবার তিনি প্রতিবাদ জানান দুর্গাপুরে। এরপর তিনি ফিরে যাবেন কলকাতায়। প্রতিবাদের মাধ্যমে সমাজের প্রতিটি মানুষকে জাগিয়ে তোলার ডাক দিচ্ছেন তিনি। প্ল্যাকার্ডে লেখা, নারী শক্তি দিচ্ছে ডাক পশু শক্তি নিপাত যাক। আবার কোনটায় লেখা, তোমার আমার একই স্বর, জাস্টিস ফর আরজি কর। সৌমিক মুখোপাধ্যায় বলেন, “তিলোত্তমার বিচারের জন্য আমাদের আন্দোলন আরও জোরালো করতে হবে। সমস্ত মানুষকে একত্রিত হয়ে রাস্তায় নামতে হবে। আমি সেই দাবি নিয়েই রাস্তায় দাঁড়িয়েছি। প্রতিবাদ করছি। মানুষকে আহ্বান জানাচ্ছি।”(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।