দুর্গাপুর, ২৮ এপ্রিল ২০২৪: শিল্পাঞ্চলে তাপমাত্রা ৪৪ ডিগ্রি ছুঁই ছুঁই। সঙ্গে তীব্র তাপপ্রবাহ চলছে। রবিরার বেলা ১১ টা বাজতেই রাস্তাঘাট শুনশান হয়ে যেতে শুরু করে। খুব প্রয়োজন ছাড়া কেউ রাস্তা বের হচ্ছেন না। এই পরিস্থিতিতে পথচারীদের জন্য বিশেষ উদ্যোগ নিল দুর্গাপুরের একটি স্বেচ্ছাসেবী সংস্থা।
শরীরকে সুস্থ রাখতে পথ চলতি মানুষের জন্য় প্লেট ভর্তি তরমুজ খাওয়ার ব্যবস্থা করল স্বেচ্ছাসেবী সংস্থাটি। সঙ্গে ঠান্ডা পানিও। লু-এর থেকে বাঁচতে কাপড় দিয়ে মুখ ঢেকে রাস্তায় যারা বেরোচ্ছেন সাধারণ মানুষেরা। পথ চলতি মানুষকে একটু স্বস্তি দিতে তরমুজ, আঙ্গুর আর ঠান্ডা পানিও খাওয়ালো এই সংস্থা। উদ্যোক্তাদের পক্ষ থেকে জানা গিয়েছে, তাঁরা প্রতিবছর স্বাস্থ্য পরীক্ষা, রক্তদান শিবির সহ একাধিক সেবামূলক কাজ করে থাকে। এবছর জলছত্রের পাশাপাশি তরমুজ খাওয়ানোর ব্যবস্থা করেছেন তাঁরা। এই উদ্যোগে খুশি পথ চলতি মানুষেরা।