দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৬ জুলাই ২০২৪: শনিবার পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের মহকুমাশাসকের কার্য্যালয়ের সভাঘরে দুর্গাপুর মহকুমা হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত, গ্রামোন্নয়ন ও সমবায় দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী প্রদীপ মজুমদার, বর্ধমান-দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ, আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কবি দত্ত, দুর্গাপুর পুরসভার প্রশাসকমন্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, দুর্গাপুরের মহকুমাশাসক সৌরভ চ্যাটার্জী, দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ধীমান মন্ডল প্রমুখ। এছাড়া দুর্গাপুর শহরের উন্নয়ন ও সৌন্দর্য্যায়ন নিয়েও বৈঠকে আলোচনা হয়।
সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, জখম যুবক ভর্তি দুর্গাপুর মহকুমা হাসপাতালে
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।