You are currently viewing আসানসোল-বর্ধমান ও অন্ডাল-সিউড়ি রুটে স্পেশাল ট্রেন

আসানসোল-বর্ধমান ও অন্ডাল-সিউড়ি রুটে স্পেশাল ট্রেন

  • Post category:জেলা

দুর্গাপুর দর্পণ, আসানসোল, ২০ অক্টোবর ২০২৩: দুর্গাপুজোর অতিরিক্ত ভিড় সামাল দিতে পূর্ব রেলের আসানসোল ডিভিশন পুজোর দিনগুলিতে স্পেশাল ট্রেন চালাবে। পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, আসানসোল-বর্ধমান ও অন্ডাল-সিউড়ি রুটে স্পেশাল মেমু ট্রেন চলবে ২০-২৬ অক্টোবর পর্যন্ত। এর ফলে দর্শণার্থীদের সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।

জানা গিয়েছে, আসানসোল-বর্ধমান পুজো স্পেশাল মেমু ট্রেন বিকাল ৩টায় আসানসোল থেকে ছাড়বে। ট্রেনটি বর্ধমান পৌঁছাবে বিকাল ৪টা ৪০ নাগাদ। অন্যদিকে, বর্ধমানে রাত ১০টায় ছেড়ে ট্রেনটি আসানসোল পৌঁছাবে রাত ১১টা ৫৬ নাগাদ। মাঝে ট্রেনটি দাঁড়াবে কালীপাহাড়ি, রানিগঞ্জ, অন্ডাল, ওয়ারিয়া, দুর্গাপুর, রাজবাঁধ, পানাগড়, মানকর, পারাজ, গলসি, খানা জংশন এবং তালিত স্টেশনে।

পুজো স্পেশাল ট্রেন চলবে অন্ডাল-সিউড়ি রুটেও। অন্ডাল থেকে পুজো স্পেশাল মেমু ট্রেন ছাড়বে দুপুর ১টায়। এরপর সেই ট্রেন সিউড়ি পৌঁছাবে দুপুর ২টো ৬নাগাদ। বিকাল সাড়ে ৩টায় সিউড়ি থেকে ছেড়ে ট্রেন অন্ডাল পৌঁছাবে বিকাল ৪টা ৪১ নাগাদ। ট্রেনটি যাত্রাপথে সব স্টেশনে দাঁড়াবে বলে জানা গিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply