দুর্গাপুর দর্পণ, ১১ জুন ২০২৪: ইন্ডিয়া জোটের ৬ টি আসন কমে যেতে পারে। এমন জল্পনা ছড়িয়েছে। কেন? জানা যাচ্ছে, জোটের ৬ জন সাংসদের উপর আদালতের শাস্তির খাঁড়া ঝুলছে। তাঁরা সবাই উত্তর প্রদেশের। তাঁদের মধ্যে ৫ জন সমাজবাদী পার্টির এবং ১ জন করে কংগ্রেস ও আজাদ সমাজ পার্টির সাংসদ রয়েছেন। ২ বছরের বেশি কারাদন্ডের সাজা ঘোষণা হলে নিয়ম অনুযায়ী খারিজ হবে তাঁদের সাংসদ পদ। সেক্ষেত্রে জোটের আসন ২৩৪ থেকে কমে হতে পারে ২২৭।
গাজিপুর কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির টিকিটে জয়ী হয়েছেন গ্যাংস্টার নেতা আফজল আনসারি। তাঁকে আগেই ৪ বছরের কারাদন্ডের সাজা দিয়েছে আদালত। গত মাসে সেই শাস্তির উপর আদালত স্থগিতাদেশ দেওয়ায় তিনি নির্বাচন লড়ার সুযোগ পান। পরবর্তী শুনানি রয়েছে জুলাইয়ে। যদি স্থগিতাদেশ তুলে নেয় আদালত তাহলেই আফজলকে যেতে হবে সংশোধনাগারে। খারিজ হবে সাংসদ পদ।
( Dr. BC Roy Engineering College & Group of institutions। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
সমাজবাদী পার্টির টিকিটে আজমগড় কেন্দ্রে জয়ী হয়েছেন ধর্মেন্দ্র যাদব। তাঁর বিরুদ্ধে ৪টি ফৌজদারি মামলা রয়েছে। ২টিতে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। কারাদণ্ড হলে তিনিও সাংসদ পদ খোয়াবেন। জৌনপুরের সমাজবাদী পার্টির সাংসদ বাবু সিং কুশওয়াহার NRHM দুর্নীতি মামলায় অভিযুক্ত। আয় বহির্ভূত সম্পত্তি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। মোট ২৫ টি মামলা রয়েছে তাঁর বিরুদ্ধে। ৮টিতে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন।
সমাজবাদী পার্টির টিকিটে সুলতানপুরে মানেকা গান্ধীকে হারিয়ে এবার সাংসদ হয়েছেন গ্যাংস্টার নেতা রামভুয়াল নিশাদ। তাঁর বিরুদ্ধে রয়েছে ৮টি মামলা। যার মধ্যে খুনের চেষ্টা সংক্রান্ত ২ টি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। শাস্তি ঘোষণা হলে বিপাকে পড়ার সম্ভাবনা রয়েছে তাঁর। চন্দৌলি কেন্দ্র থেকে সমাজবাদী পার্টির টিকিটে সাংসদ হয়েছেন বীরেন্দ্র সিং। একটি মামলায় গত বছর দোষী সাব্যস্ত হয়েছেন বীরেন্দ্র। সেই মামলায় সাজা ঘোষণা হলে কারাদণ্ড হবে তাঁর। ফলে সাংসদ পদ খারিজ হবে।
কাশীরামের আজাদ সমাজ পার্টির চন্দ্রশেখর আজাদ। তাঁর বিরুদ্ধে ৩৬ টি মামলা রয়েছে। ৪টিতে ইতিমধ্যেই দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। সাহারানপুরের কংগ্রেস সাংসদ ইমরান মাসুদের বিরুদ্ধে ৮ টি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন তিনি। কারাদন্ড হলে এই দুই সাংসদেরও সাংসদ পদ খারিজ হওয়ার সম্ভাবনা রয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।