দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর ডেস্ক, ১১ এপ্রিল ২০২৪: শ্রীস্বপনকুমারের ‘বাদামী হায়নার কবলে’ (badami hyenar kobole) আগামীকাল অর্থাৎ ১২ এপ্রিল আসছে Hoichoi এ। বাংলা ভাষার ভারতীয় গোয়েন্দা কমেডি চলচ্চিত্র। স্বপনকুমারের পাল্প ফিকশন গোয়েন্দা দীপক চ্যাটার্জি সিরিজের একটি উপন্যাস। যে সময়ে মোবাইল ছিল সাইন্স ফিকশন। টেলিভিশন ছিল রূপকথা। সেই সময় কিশোর মনের হৃদস্পন্দন বাড়িয়ে তুলতেন শ্রীস্বপনকুমারের এই গোয়েন্দা।
সিনেমার গল্পটা- শহরে এসেছে বাদামি হায়না। কেউ জানে না সেটা কী। বিপদে আছে শহর এটা নিশ্চিত। শহরকে বাঁচানোর দায়িত্ব কাঁধে এসে পড়ল গোয়েন্দা দীপক চ্যাটার্জির। অথচ গোয়েন্দা তো বর্তমানে সাধারণ একটি গার্ডের চাকরি করেন। তিনি এই দায়িত্ব নিতে নারাজ। ঘটনাক্রমে জড়ালেন তিনি। রোম্যান্টিকতা এই গল্প থাকবেই। হোক উদ্ভট। হোক গাঁজাখুরি। ষাট থেকে আশির দশকে কিশোর কিশোরীদের হাতে শ্রীস্বপনকুমারের গোয়েন্দা গল্প পৌঁছালে পড়ার বইয়ের ফাঁকে তা রুদ্ধশ্বাসে শেষ করাই ছিল একমাত্র লক্ষ। এই গল্প কিশোর কিশোরীদের পড়া যে সেই কালে ছিল নিষিদ্ধ। তাহলেই ভাবুন এই লেখায় কী রসদ ছিল। বড়রা অবশ্য রসিয়েই পান করতে গল্পের রস।( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466 )
ক্ষুদ্র আয়তনের এই উপন্যাসগুলিতে একদিকে ছিল গা-ছমছম ঘটনা। গল্পের ঘটনার সঙ্গে বাড়তে থাকে সাসপেন্স ও হৃদস্পন্দন। সবচেয়ে ভালো বিষয় হল, টান টান উত্তেজনার মধ্যেই খুব অল্প সময়েই কৌতুহলের অবসান। অখ্য়াত, অজানা, বস্তা বন্দি সেই গোয়েন্দাকে দেবালয় ভট্টাচার্য আবার নিয়ে এলেন জনসমক্ষে। দারুন অ্যাকশনের শেষে যতই থাকুক রোমান্টিকতা, তবু চোখের পাতা ফেলা যায় না এতটুকু। উঠে যাওয়া যায় না সিট ছেড়ে। উফ্ কী কাণ্ড! আর কাল থেকেই হইচই-এ আসছেন দীপক গোয়েন্দা।(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)