দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৪ অক্টোবর ২০২৩: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কাঁকসার গড় জঙ্গলের শ্যামরূপা মন্দিরে পুজো দিলেন রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না। দশমীর বিকেলে তিনি মন্দিরে আসেন পুজো দিতে। মন্ত্রী আসবেন বলে মন্দির চত্বরের প্রহরা বাড়ায় পুলিশ।
কথিত আছে, লক্ষ্মণ সেনের প্রতিষ্ঠিত এই মন্দিরে অতীতে নরবলি হত। এক কাপালিক নরবলি দিচ্ছিলেন। তখন সেনদের সভাকবি কবি জয়দেব ওই কপালিককে বলেন, নরবলি বন্ধ করলে মা তাঁকে দেখা দেবেন। শ্যামা মা তখন কৃষ্ণ রূপে দেখা দেন। তারপর থেকে বন্ধ হয় নরবলি। শ্যামা মা কৃষ্ণ রূপে দেখা দেওয়ায় নাম হয় শ্যামরূপা। দশমীর বিকেলে সেই মন্দিরেই পুজো দেন মন্ত্রী। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।