দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৪ ফেব্রুয়ারি ২০২৪: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের পলাশডিহায় দুর্গাপুর হাটে রবিবার হস্তশিল্প মেলার উদ্বোধন করেন রাজ্যের আইন, বিচার ও শ্রম দফতরের মন্ত্রী মলয় ঘটক, রাজ্যের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র দফতরের বিশেষ সচিব দেবাশিস বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নামবলাম এস, পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী, আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস ব্যানার্জি, দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায়, প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান অনিন্দিতা মুখোপাধ্যায়, পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ, দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ নিগমের চেয়ারম্যান সুভাষ মন্ডল সহ প্রশাসনিক অধিকারিরা।
মন্ত্রী মলয় ঘটক বলেন, এই ধরনের মেলায় অংশ নিচ্ছে প্রান্তিক এলাকার শিল্পীরা। তাঁদের যাতায়াতের খরচ যোগাচ্ছে রাজ্য সরকার। মেলায় আসার জন্য বিভিন্ন এলাকা থেকে শুরু হয়েছে এসবিএসটিসি বাস পরিষেবা। রাজ্যের প্রতিটি প্রান্তে হস্তশিল্প মেলার জন্য অপেক্ষা করে থাকে মানুষ। আসানসোলে হস্তশিল্প মেলায় পাঁচ কোটির বেশি বিক্রিবাটা হয়েছিল। দুর্গাপুরে হস্তশিল্প মেলায় তার থেকে বেশি বিক্রিবাটা হবে বলে তিনি আশাবাদী। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা হস্তশিল্পীরা লাভের মুখ দেখবেন বলে আশা প্রকাশ করেন তিনি। তাঁর দাবি, ভারতবর্ষে সবচেয়ে বেশি কর্মসংস্থান হয়েছে পশ্চিমবঙ্গে। সেই কর্মসংস্থান দিয়েছে রাজ্য সরকার। আসানসোলে লোকসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থীকে তিন লক্ষ ভোটে হারানোর চ্যালেঞ্জ করেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। সেই প্রসঙ্গে মন্ত্রী মলয় ঘটক বলেন, ভোটের রেজাল্টের দিনেই দেখতে পাবেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।