October 3, 2023

অত্যাধুনিক রেল ইঞ্জিন ‘নব উৎকর্ষ’ বানাল সিএলডব্লিউ

দুর্গাপুর দর্পণ, আসানসোল, ৫ জুন ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা (Chittaranjan Locomotive Works) ৯ হাজার অশ্বশক্তির লোকোমোটিভ ইঞ্জিন (WAG-9HH locomotive) তৈরি করেছে। ‘নব উৎকর্ষ’ (Nav Utkarsh) নামের ওই ইঞ্জিন ৩০ মে আত্মপ্রকাশ করে। এই ইঞ্জিন আরও বেশি গতির সঙ্গে অনেক বেশি সংখ্যায় রেক বা কামরা টেনে নিয়ে যেতে পারবে বলে জানা গিয়েছে। প্রতিষ্ঠার সময় থেকেই চিত্তরঞ্জন রেল ইঞ্জিন কারখানা (সিএলডব্লিউ) নতুন নতুন ইঞ্জিন তৈরি করে রেকর্ড করে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!