দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৪ জুলাই ২০২৪: দুর্ঘটনায় গুরুতর জখম রোগীদের সঠিক ও দ্রুত চিকিৎসার জন্য পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর মহকুমা হাসপাতালে ট্রমা কেয়ার সেন্টারের উদ্বোধন করা হল রবিবার। প্রায় ৭০ লক্ষ টাকা ব্যয় করে অর্থোপেডিক্স ও ট্রমা কেয়ার ইউনিট নির্মাণ করা হয়েছে। এদিন উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার, বর্ধমান দুর্গাপুরের সাংসদ কীর্তি আজাদ, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান কবি দত্ত, মহকুমাশাসক সৌরভ চট্টোপাধ্যায়, দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডা. ধীমান মন্ডল প্রমুখ।
মন্ত্রী প্রদীপ মজুমদার বলেন, “অত্যাধুনিক মানের স্পেশাল অপারেশন থিয়েটারের উদ্বোধন করা হল। এখানে দুর্ঘটনায় আহত হলে দ্রুত চিকিৎসা করা যাবে। করোনা পরিস্থিতির সময় থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে। বোঝা যাচ্ছে মানুষের ভরসা বাড়ছে সরকারি হাসপাতালের উপর। দুর্গাপুর মহাকুমা হাসপাতালে চিকিৎসকের সংখ্যা বেড়েছে। তবে সামগ্রিকভাবে চিকিৎসকের ঘাটতি রয়েছে। তবে পরিকাঠামো উন্নত থাকলেও দুর্ঘটনাগ্রস্থদের বাঁচানো যায়। আমারা নতুন চিকিৎসক তৈরি করার চেষ্টাও করছি।”
( BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুইয়ের কটাক্ষ, “মানুষকে আইওয়াশ করার জন্য মাঝে মাঝে সরকারি হাসপাতালে নতুন নতুন ইউনিটের উদ্বোধন করা হয়। তেমনই ট্রমা কেয়ার ইউনিট চালু করা হল। কিন্তু ট্রমা কেয়ারে চিকিৎসা করার চিকিৎসক আসবে কোথা থেকে?” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।