বড় খবর, কেন্দ্রে সিপিএমের সঙ্গে আঁতাত, বিজেপিতে যোগ দিলেন রাজ্যের প্রথম তৃণমূল প্রধান

দুর্গাপুর দর্পণ, নদিয়া, ২১ জুলাই ২০২৩: ১৯৯৮ সালে নদিয়ার (Nadia) শান্তিপুর ব্লকের ফুলিয়ায় গ্রাম পঞ্চায়েতের প্রথম তৃণমূলের নির্বাচিত প্রধান হয়েছিলেন স্বপন সান্যাল। এত বছর তৃণমূলে থাকার পরে এবার বিজেপিতে যোগ দিলেন তিনি। তাঁর বক্তব্য, কেন্দ্রে সিপিএম এবং কংগ্রেসের সঙ্গে আঁতাত করছে তৃণমূল। ঘৃণায় তিনি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন।
বিজেপি নেতা জয় ব্যানার্জির উপস্থিতিতে বিজেপির পতাকা হাতে তুলে নেন তিনি। তিনি জানান, ২১ জুলাই নিহতদের শ্রদ্ধা জানিয়ে সমাবেশ করে তৃণমূল। অথচ যাদের অত্যাচারে তাঁরা শহিদ হয়েছিলেন রাজ্যের বাইরে গিয়ে তাদের সঙ্গেই জোটবদ্ধ হচ্ছে তৃণমূল। এটা মানা যায় না। এদিন বিজেপি সারা রাজ্যের মতো ফুলিয়াতেও বিডিও অফিস ঘেরাও কর্মসূচী নিয়েছিল। সেখানেই তিনি বিজেপিতে যোগ দেন।
প্রাক্তন তৃণমূল প্রধান বলেন, ‘‘আমি এই রাজ্যের প্রথম তৃণমূলের পঞ্চায়েত প্রধান ছিলাম। আমি স্বপ্ন দেখেছিলাম, আমার পঞ্চায়েতটিকে মডেল হিসাবে তৈরি করব। কিন্তু দুর্ভাগ্য, বিজেপিকে হারাতে সব নীতিবোধ বিসর্জন দিয়ে চিরশত্রুদের সঙ্গে হাত মেলাচ্ছে তৃণমূল। তাই আমি দল ছেড়ে আজ বিজেপিতে যোগদান করলাম। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।