October 3, 2023

পেঁয়াজের দাম বাড়ছে হু হু করে, ঠেকাতে কী পদক্ষেপ নিল কেন্দ্র?

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২০ আগস্ট ২০২৩: পেঁয়াজের দাম (Onion Price) বাড়ছে হু হু করে। ভালো পেঁয়াজ প্রতি কেজি ৫০ টাকা দাম ছুঁয়েছে। ক্রেতাদের আশঙ্কা টমেটোর মত শেষে পেঁয়াজও কি দুর্মূল্য হয়ে উঠবে? আসার কথা আগাম সম্ভাবনার কথা আঁচ করে ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছে কেন্দ্র সরকার। এখন দেখার তাতে কাজ কতটা হয়।

কেন পেঁয়াজের দাম বাড়ছে? জানা গিয়েছে হিমঘরে মজুদ পেঁয়াজের একাংশ পচে নষ্ট হয়ে গিয়েছে ফলে বাজারে সরবরাহ কমে গিয়েছে। এদেশে পেঁয়াজের উৎপাদন সাধারণত শীতকালে হয়। তার আগে তাই নতুন করে বাজারে পেঁয়াজের সরবরাহ বাড়ার সম্ভাবনা কম। বিকল্প হিসাবে কেন্দ্র পেঁয়াজ রপ্তানি আটকে পরিস্থিতি মোকাবিলার সিদ্ধান্ত নিয়েছে। সেজন্য পেঁয়াজের রপ্তানি শুল্ক ৪০ শতাংশ বাড়ানো হয়েছে বলে জানা গিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!