October 3, 2023

Coromandel Express accident: মর্গে এখনও ৮২টি অশনাক্ত দেহ পড়ে

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৯ জুন ২০২৩: মর্গে এখনও ৮২টি অশনাক্ত দেহ পড়ে। করমন্ডল এক্সপ্রেস (Coromandel Express accident) দুর্ঘটনার পরে এক সপ্তাহ পেরিয়ে গেল। এখনও ওড়িশায় ভুবনেশ্বর (Bhubaneshwar) এইমসের মর্গে (Morgue) পড়ে আছে ৮২টি দেহ। যত সময় যাচ্ছে তত দেহগুলির অবস্থা আরও খারাপ হচ্ছে। ফলে এখনই শনাক্তকরণ সম্ভব না হলে ভবিষ্যতে চেনা মুশকিল হয়ে যাবে বলে মনে করা হচ্ছে।

ওই মর্গে ১৬২টি দেহ এসেছিল। তার মধ্যে ৮০টি দেহ শনাক্তকরণের পর পরিজনদের হাতে তুলে দেওয়া হয়েছে। বাকি ৮২টি দেহ এখনও অশনাক্ত অবস্থায় পড়ে আছে। ওই দেহগুলির দাবি জানাতে এখনও পর্যন্ত পরিবারের কেউই আসেননি। ডিএনএ পরীক্ষার পর দেহ দাবিদারদের হাতে তুলে দেওয়া হচ্ছে যাতে দেহ সঠিক পরিবারের হাতে পৌঁছায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!