ছেলে ধরা সন্দেহে ব্যাপক উত্তেজনা কাঁকসার বসুধায়
দুর্গাপুর দর্পণ, কাঁকসা, ১৯ জুলাই ২০২৪: অপরিচিত এক যুবক ঘোরাঘুরি করছে একটি বাচ্চাকে নিয়ে। এই খবর ছড়িয়ে পড়তেই দলে দলে ভিড় করলেন গ্রামবাসীরা। নিলেন প্রয়োজনীয় ব্যবস্থা। পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের কাঁকসার বসুধা এলাকার ঘটনা। শুক্রবার সকালের এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। দ্রুত খবর দেওয়া হয় থানায়। কাঁকসা থানা থেকে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রাজ্য জুড়ে ছেলে ধরা সন্দেহে মারধর এমনকি প্রাণে মেরে ফেলার ঘটনাও ঘটছে বলে নানা জায়গা থেকে অভিযোগ উঠছে কিছুদিন ধরে। তার মধ্যেই কিছু জায়গায় দেখা যাচ্ছে, মানুষ নিজের হাতে আইন তোলার বিরুদ্ধে। আইন মেনে তাঁরা সন্দেহভাজনদের তুলে দিচ্ছেন পুলিশের হাতে। শুক্রবার সকালে বসুধা এলাকার বাসিন্দারা দেখতে পান এক অজ্ঞাত পরিচয় যুবক একটি বাচ্চাকে নিয়ে ঘোরাঘুরি করছে। সঙ্গে আরও দুই যুবক রয়েছে। লোকজন দেখে একজন জঙ্গলের দিকে পালানোর চেষ্টা করে।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
এলাকাবাসী সন্দেহবশত তাদের একটি ঘরে আটকে রাখেন। খবর দেওয়া হয় কাঁকসা থানায়। ছেলে ধরা সন্দেহে বাচ্চা সহ আটক করা হয়েছে, সেই খবর পেয়ে আরও ভিড় জমতে থাকে। বাড়তে থাকে উত্তেজনা। দ্রুত আসে কাঁকসা থানার পুলিশ। বাচ্চা সহ তিন যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাদের জেরা করে আসল ঘটনা জানার চেষ্টা করছে পুলিশ। তবে এক যুবকের দাবি, নিজের সন্তানকে নিয়ে ইলামবাজার থেকে এগারো মাইলে ডাক্তার দেখাতে নিয়ে এসেছিলেন। (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।