মালদহে নারী নিগ্রহের ঘটনায় কড়া পদক্ষেপ প্রশাসনের

দুর্গাপুর দর্পণ, মালদহ, ২৮ জুলাই ২০২৩: মালদহে (Malda) নারী নিগ্রহের ঘটনায় নয়া মোড়। কড়া পদক্ষেপ নিল প্রশাসন। দুই মহিলাকে জুতো পেটা, বিবস্ত্র করে মারধরের ঘটনায় ‘ক্লোজ’ করা হল বামনগোলা থানার চারজন পুলিশ অফিসারকে।
জানা গিয়েছে, চোর অপবাদে দুই মহিলাকে বিবস্ত্র করে মারধর ও জুতো পেটা করা হয়। ঘটনাটি ঘটে ১৮ জুলাই মালদহের বামনগোলা থানা এলাকায়। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ২৩ জুলাই। ভিডিওটি ভাইরাল হলে, টুইট করে রাজ্যের তথা মালদহের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন বিজেপির কয়েকজন শীর্ষনেতা। এরপরই ঘটনাস্থলে ছুটে যান জেলার অতিরিক্ত পুলিশ সুপার এবং ডেপুটি পুলিশ সুপার। তদন্ত শুরু করে পুলিশ। নারী নিগ্রহের ঘটনায় কড়া পদক্ষেপ নেয় প্রশাসন। বামনগোলা থানার চারজন পুলিশ অফিসারকে ক্লোজ করা হল। তাঁরা হলেন, IC জয়দেব মুখোপাধ্যায় ও পাকুয়াহাট পুলিশ ফাঁড়ির OC রাকেশ বিশ্বাস ও একজন SI, একজন ASI।