দুর্গাপুর দর্পণ, ১৩ জুন ২০২৪: বুধবার বিকালে পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুর শিল্পাঞ্চলে ঝড়-বৃষ্টি হয়। প্রবল ঝড়ে ভেঙে পড়ে দুর্গাপুরের ডিএসপি টাউনশিপের আকবর রোডে ইস্কনের রথের মেলার বাঁশের স্ট্রাকচার। আকবর রোডের মাঠে দুর্গাপুর ইস্কনের জগন্নাথদেবের অস্থায়ী মাসীর বাড়ি করা হয়। সম্প্রতি তার প্রস্তুতি শুরু হয়েছিল।
বুধবার বিকালে আচমকা শুরু হয় বজ্র, বিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে প্রবল ঝড়। সেই ঝড়েই ভেঙে যায় প্রায় সমস্ত বাঁশের স্ট্রাকচার। বৃহস্পতিবার সকালে ওই মাঠ পরিদর্শন করেন ইস্কনের প্রধান সেবায়েত ঔদার্য্য চন্দ্র দাস। তিনি বলেন, “প্রকৃতির কাছে তো আমরা কিছু করতে পারি না। আমাদের বাঁশের স্ট্রাকচারের কাজ অনেকটাই এগিয়ে গিয়েছিল। পর পর দুদিনের ঝড়ে প্রায় সবই ভেঙে গিয়েছে। আবার নতুন করে কাজ শুরু করতে হবে।”
( Dr. BC Roy Engineering College & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। যোগাযোগ- 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।