দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ মার্চ ২০২৪: বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে বিজেপির প্রার্থী ঘোষণা হয়নি। তবে দেওয়াল লিখন চলছে কিছুদিন ধরেই। তৃণমূলের প্রার্থী হিসাবে প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদের নাম ঘোষণা হয়েছে। তৃণমূলও জোরকদমে দেওয়াল লিখছে। পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের ডিএসপি টাউনশিপে দেওয়াল লিখন নিয়ে দুই দলেরই রীতিমতো প্রতিযোগিতা শুরু হয়ে গিয়েছে।
৩ নম্বর ওয়ার্ডের আইনস্টাইন এলাকায় তৃণমূলের বিরুদ্ধে দেওয়াল দখলের অভিযোগ এনেছে বিজেপি। বিজেপির যুব নেতা পারিজাত গাঙ্গুলীর অভিযোগ, গত ২৯ ফেব্রুয়ারি আইনস্টাইন এলাকার তপতী মল্লিক তাঁর বাড়ির দেওয়ালে বিজেপির লোকসভা নির্বাচনের প্রচার লেখার অনুমতি দেন। এরপর বিজেপি দেওয়াল লিখন করে। রবিবার হঠাৎ তাঁরা দেখেন, বিজেপির দেওয়াল লিখন মুছে দিয়ে তৃণমূলের নাম লিখে দেওয়া হয়েছে দেওয়ালে।
দলের জেলা নেতৃত্বকে বিষয়টি জানিয়ে তাঁরা সোমবার রাতে এলাকার দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দেওয়াল পুনরুদ্ধার করেন। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরের নেতৃত্বে তাঁদের দেওয়াল মুছে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে বিজেপির দাবি, সাধারণ মানুষ যাতে ভোট দিতে না পারে তা নিশ্চিত করতে লোকসভা নির্বাচনের প্রাক্কালে সন্ত্রাস চালানোর চেষ্টা করছে তৃণমূল।
তৃণমূলের ১ নম্বর ব্লক সভাপতি রাজীব ঘোষ বলেন, “ওই দেওয়ালগুলি দুর্গাপুর ইস্পাত কারখানার। প্রথম থেকেই তৃণমূল বিভিন্ন দলীয় কর্মসূচির কথা তুলে ধরতে ওই দেওয়ালগুলি ব্যবহার করে থাকে। লোকসভা নির্বাচনের প্রচারের জন্যও সোমবার বিকেলে সেই দেওয়াল লেখা হয়েছিল। রাতে দেখা যায়, ওই দেওয়াল মুছে বিজেপি আবার লিখতে শুরু করেছে।’’ তিনি জানান, তাঁরা পুলিশকে বিষয়টি জানিয়েছেন। বিজেপি প্ররোচনা ছড়ানোর চেষ্টা করছে বলে কটাক্ষ করেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।