স্কুলে প্রার্থনা করতে করতেই মৃত্যুর কোলে ঢোলে পড়ল ছাত্রী

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ২২ জুন ২০২৩: স্কুলে প্রার্থনা চলছিল। আচমকা এক ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। তড়িঘড়ি তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা ১৪ বছরের ওই ছাত্রীকে মৃত বলে ঘোষণা করেন। প্রাথমিকভাবে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু (Student Death) হয়েছে বলে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে। বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ ঘটনাটি ঘটে কলকাতার (Kolkata) এলগিন রোডের একটি বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলে।