
দুর্গাপুর: টেকনো ইন্ডিয়া গ্রুপ আয়োজিত প্রণব মুখার্জী স্কলারশিপ পরীক্ষায় ((PMSE – 2024) দুর্গাপুরের এমএএমসি মডার্ন স্কুলের (উচ্চ মাধ্যমিক) পড়ুয়ারা উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এই স্কুলের দশম শ্রেণীর ছাত্র বিশ্বদীপ চক্রবর্তী তৃতীয় স্থান অধিকার করেছে। দশম ও দ্বাদশের পড়ুয়াদের নিয়ে এই পরীক্ষার আয়োজন করা হয়েছিল। মডার্ন স্কুল থেকে মোট ৯৭ জন পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে দশম শ্রেণীর ১১ জন ও দ্বাদশ শ্রেণীর ১৮ জন প্রথম ১০০ জনের মধ্যে স্থান করে নিয়েছে। স্কুলের প্রধান শিক্ষক তরুণ ভট্টাচার্য জানান, ২৮ জানুয়ারি কলকাতার সল্ট লেকে টেকনো ইন্ডিয়া ইউনিভার্সিটি অডিটোরিয়ামে পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেবেন কর্তৃপক্ষ।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।
