You are currently viewing ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার বিশ্বভারতীর ছাত্রী!

৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার বিশ্বভারতীর ছাত্রী!

  • Post category:জেলা

দুর্গাপুর দর্পণ, বীরভূম, ১০ সেপ্টেম্বর ২০২৩: চিটফান্ড মামলায় ৩০ কোটি টাকা প্রতারণার অভিযোগে গ্রেফতার বিশ্বভারতীর (Visva Bharati) ছাত্রী! বোলপুরের গুরুপল্লী থেকে গ্রেফতার সঙ্গীতভবনের ওই ছাত্রী। পুলিশ জানিয়েছে, একটি সংস্থার আড়ালে প্রায় দেড়শো জন যুবকের কাছ থেকে টাকা তোলা হয়েছিল। তাঁদের অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয় ওই ছাত্রীকে।

জানা গিয়েছে, এর আগে ফেব্রুয়ারিতে তাঁর দাদাকে গ্রেফতার করা হয়েছিল। তদন্তে তাঁর বোনের নামও উঠে আসে। এরপরেই গ্রেফতার করা হয় ওই ছাত্রীকে। বোলপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক অভিযুক্তকে ৫দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply