সনাতন গড়াই, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২ ফেব্রুয়ারি ২০২৪: কুয়াশার চাদরে মোড়া সকাল। তারই মাঝে জীবনের সবথেকে বড় পরীক্ষা দিতে যাচ্ছে পরীক্ষার্থীরা। কুয়াশার জেরে যাতায়াতে চরম সমস্যার মধ্যে পড়ছে পরীক্ষার্থীরা। দুর্গাপুর মহকুমায় মোট পরীক্ষা কেন্দ্র ৩৩ টি। পরীক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৩৪৪। কোথাও পরীক্ষার্থীদের গোলাপ ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন পুলিশ কর্মীরা আবার কোথাও জলের বোতল গোলাপ ফুল আর পেন দিয়ে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র যুবরা।
ভিড়িঙ্গি টিএন উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে এক পরীক্ষার্থী প্রিয়াশা ব্যানার্জি বলেন, “জীবনের প্রথম বড় পরীক্ষা। ভয় একটু লাগছে। তবে পরীক্ষা ভালই হবে। সময়টা দু’ঘণ্টা এগিয়ে আসায় এবং কুয়াশার জন্য পরীক্ষা কেন্দ্রে আসতে সমস্যা হয়েছিল।” কাঁকসার মলানদিঘি দুর্গাদাস বিদ্যামন্দিরে পরীক্ষা দিতে এসে আরেক পরীক্ষার্থী সাগর ব্যানার্জি বলেন, “আশাবাদী, পরীক্ষা ভালই হবে। পরীক্ষা কেন্দ্রের ব্যবস্থাও খুবই ভালো। পুলিশের শুভেচ্ছা বার্তায় বেড়েছে বাড়তি উৎসাহ।”
তবে অভিভাবকদের অনেকের মত, পরীক্ষার সময় এগিয়ে আসার ভুল সিদ্ধান্ত মধ্যশিক্ষা পর্ষদের। পরীক্ষার্থীদের যাতে কোনরকম সমস্যা না হয় সেজন্য পরীক্ষা কেন্দ্রের বাইরে মোতায়েন সশস্ত্র পুলিশ বাহিনী। পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় বলেন, “বেশ কয়েকটি কন্ট্রোল রুম করা হয়েছে। পরীক্ষার্থীদের যাতে সমস্যা না হয় সেদিকে নজরদারি চালানো হচ্ছে। অতিরিক্ত বাসও চলছে। প্রাকৃতিক সমস্যা থাকলেও মোকাবিলা করতে প্রস্তুত দুর্গাপুর মহকুমা প্রশাসন। সমস্ত পরীক্ষা কেন্দ্রে নজরদারি চালাচ্ছে মহকুমা প্রশাসনের আধিকারিকরা। তৎপর ট্রাফিকও।”