সিবিএসই দ্বাদশের পরীক্ষায় খুব খারাপ ফল, ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার

সিবিএসই দ্বাদশের পরীক্ষায় খুব খারাপ ফল, ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার
WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের কোকওভেন থানার সুকান্ত পল্লী এলাকায় বাড়ি থেকে উদ্ধার হল এক কিশোরের দেহ। কাঁকসার রাজবাঁধের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের পড়ুয়া ছিল। মঙ্গলবার সিবিএসই দ্বাদশের ফল প্রকাশের পরে দেখা যায়, সে খুব খারাপ ফল করেছে। সেই কারণেই সে আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে। পুলিশ জানিয়েছে, মৃত ছাত্রের নাম ঋষিরাজ কেশরী (১৮)।

প্রতিবেশীরা জানান, অন্যান্য দিনের মতো মঙ্গলবারও বাবা সন্তোষ কেশরী হোটেলের কাজে গিয়েছিলেন। মা ও কাজে গিয়েছিলেন। সিবিএসই দ্বাদশের ফল বের হওয়ার পরে কাউকে কিছু না বলে বাড়ির ভেতর ঢুকে যায়। জানলার ফাঁক দিয়ে ঋষিরাজকে ঝুলতে দেখেন। স্থানীয়রা ঋষিরাজকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।

(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)

এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকা জুড়ে। ঋষিরাজের জেঠু দীপক কেশরীর দাবি, “মঙ্গলবার সিবিএসই ফল বের হয়। সেই সময় মা-বাবা কেউই বাড়িতে ছিল না। তারপরেই এই ঘটনা। রেজাল্ট আমরাও এখনও চোখে দেখিনি। রাজবাঁধের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়ত। জানালার ফাঁক দিয়ে আমার খুড়তুতো ভাইয়েরা দেখতে পায় ঋষিরাজের ঝুলন্ত দেহ। হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। কী কারণে মৃত্যু হল, বুঝে উঠতে পারছি না।” (BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)

Highlight
সিবিএসই দ্বাদশের পরীক্ষায় খুব খারাপ ফল, ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার
News
সিবিএসই দ্বাদশের পরীক্ষায় খুব খারাপ ফল, ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার
:
জানলার ফাঁক দিয়ে ঋষিরাজকে ঝুলতে দেখেন। স্থানীয়রা ঋষিরাজকে আশঙ্কাজনক অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
Published By
Publisher
Durgapur Darpan
Publisher Logo
error: Content is protected !!