
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ মার্চ ২০২৪: ভাড়াবাড়ি থেকে উদ্ধার হল ফার্মেসি পড়ুয়ার দেহ। শুক্রবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ফুলঝোড় এলাকার ঘটনা। ঘরের ভিতরের ফ্যান থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে পাঠায়।
মৃত পড়ুয়ার নাম বিশাল দাস (২১)। মুর্শিদাবাদের জঙ্গিপুর সংলগ্ন রসুলপুরের বাসিন্দা। বিধাননগরের একটি বেসরকারি ফার্মেসি কলেজের দ্বিতীয় বর্ষের পড়ুয়া। প্রাথমিকভাবে পুলিশ মনে করছে, নাইলনের দড়ি দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয় ওই পড়ুয়া। মৃতের পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করেছে। সেখানে লেখা, ‘আমার জন্য যদি কেউ কষ্ট পায় তাহলে আমি ক্ষমাপ্রার্থী। আমার মৃতদেহ দাহ না করে সমাধি দেওয়া হোক।’
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
গত দু’বছর ধরে ওই ভাড়াবাড়িতে দুই বন্ধুর সঙ্গে থাকত বিশাল। শুক্রবার কলেজে যায়নি সে। সহপাঠী তন্ময় দত্তর দাবি, পরীক্ষা থাকায় তারা দু’জন কলেজে গিয়েছিল। তখন বিশাল বিছানায় শুয়ে মোবাইল দেখছিল। কলেজ থেকে ফিরে তারা দেখে, দরজা ভিতর থেকে বন্ধ। তারা দরজায় ধাক্কা দেয়। এরপর ফোন করেও সাড়া পায়নি।
বাড়ির মালিককে তারা বিষয়টি জানান। পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে দেহ উদ্ধার করে। ডিসি (পূর্ব) অভিষেক গুপ্তা বলেন, “প্রাথমিকভাবে মনে করা হচ্ছে এটি আত্মহত্যার ঘটনা। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হবে।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।