দেশের সব জেলার ২ জন করে পড়ুয়াকে নিয়ে যাওয়া হবে মোদির ছোটবেলার স্কুলে

দুর্গাপুর দর্পণ ডেস্ক, ৭ জুন ২০২৩: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (PM Narendra Modi) ছোটবেলার স্কুল গুজরাটের (Gujarat) মেহসনা জেলায় ভাদনগর প্রাথমিক স্কুল। সম্প্রতি ‘প্রেরণা’ নামে একটি প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্র। সেই প্রকল্পের আওতায় দেশের প্রতিটি জেলা থেকে দু’জন করে পড়ুয়াকে সেখানে নিয়ে যাওয়া হবে। দেওয়া হবে দেশভক্তি এবং নৈতিকতার পাঠ।
এক এক বারে ৩০জন পড়ুয়াকে বেছে নেওয়া হবে এই শিক্ষামূলক সফরের জন্য। দেশের ৭৫০টি জেলার প্রায় দেড় হাজার পড়ুয়া পাবে এই সুযোগ। প্রসঙ্গত, স্কুলটিকে নতুন করে গড়া তোলার দায়িত্ব দেওয়া হয়েছে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে। স্কুলটিকে ‘সেন্টার ফর ইন্সপিরেশন’ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র।