অন্ডাল উচ্চ বিদ্যালয়ের চাকরি হারা দুই শিক্ষককে স্কুলে ফেরাতে স্মারকলিপি দিল পড়ুয়ারা

অন্ডাল উচ্চ বিদ্যালয়ের চাকরি হারা দুই শিক্ষককে স্কুলে ফেরাতে স্মারকলিপি দিল পড়ুয়ারা
WhatsApp Group Join Now

দুর্গাপুর দর্পণ, অন্ডাল: সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) অন্ডাল উচ্চ বিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক নিরুপম সাহা এবং ইংরাজির শিক্ষিকা তৃপ্তি মন্ডল। অবিলম্বে দুই শিক্ষককে স্কুলে যোগ দেওয়ার ব্যবস্থা করার দাবিতে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণালকান্তি সাহার কাছে স্মারকলিপি দিল দ্বাদশ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া পড়ুয়ারা। 

নিরুপমবাবু স্কুলে রাষ্ট্রবিজ্ঞানের একমাত্র শিক্ষক। তিনি না থাকায় উচ্চ মাধ্যমিক বিভাগের রাষ্ট্রবিজ্ঞান ক্লাস বন্ধ থাকছে। বিপাকে প্রায় দু’শো পড়ুয়া। রাষ্ট্রবিজ্ঞানের আর কোনও শিক্ষক না পঠন পাঠন চলবে কী করে তা নিয়ে সংশয়ে পড়েছেন স্কুল কর্তৃপক্ষ। স্কুলে দুজন ইংরাজির শিক্ষক ছিলেন। এখন তৃপ্তিদেবী না আসায় একজনই পুরোটা সামাল দিচ্ছেন। শনিবার অবিলম্বে দুই শিক্ষককে স্কুলে ফিরিয়ে আনার ব্যবস্থা করার দাবিতে ভারপ্রাপ্ত প্রধানশিক্ষকের কাছে স্মারকলিপি দেয় দ্বাদশ এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেওয়া ছাত্র ছাত্রীরা।

(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472) 

তারা নিজেরা কালো ব্যাজ পরে। স্কুলের শিক্ষকদেরও কালো ব্যাজ পরিয়ে দেয়। তাদের দাবি, নিরুপমবাবু তাদের খুব যত্ন করে রাষ্ট্রবিজ্ঞান পড়াতেন। তাঁকে এবং ইংরাজির শিক্ষিকা, দুই জনকেই স্কুলে ফিরিয়ে আতে হবে। ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক মৃণালকান্তি সাহা বলেন, “দুইজন শিক্ষক না আসায় পঠন-পাঠনে সমস্যা হচ্ছে। যত তাড়াতাড়ি সমস্যা মেটে, তত মঙ্গল।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

error: Content is protected !!