‘এক্সপোজার ভিজিটে’ মহকুমাশাসকের দফতর ঘুরে এল নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের (Durgapur) নেপালি পাড়া হিন্দি হাই স্কুলের ছাত্র-ছাত্রীরা বুধবার জেলাস্তরের ‘এক্সপোজার ভিজিটে’ মহকুমাশাসকের দফতর পরিদর্শন করে। ২০ জন ছাত্র-ছাত্রীদের নিয়ে গঠিত একটি প্রতিনিধি দল সামার প্রজেক্টের আওতায় এই কর্মসূচীতে যোগ দেয়। ছাত্রছাত্রীদের সঙ্গে উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক ডঃ কালিমুল হক ও তিনজন সহ শিক্ষক মান্নু রজক, মনি বোরাল ও মিঠু চংড়া।
মহকুমাশাসকের দফতরে ছাত্র ছাত্রীদের অভ্যর্থনা জানান এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ ঘোষ। প্রথমে কনফারেন্স রুমে ছাত্র-ছাত্রীদের বসিয়ে মহকুমাশাসকের দফতরে পরিচালিত বিভিন্ন প্রশাসনিক কাজকর্ম সম্পর্কে বিস্তারিতভাবে তথ্য প্রদান করেন তিনি। এরপর প্রশ্নোত্তর পর্বে শিক্ষার্থীরা নানা গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয়ে প্রশ্ন করে। সাদিয়া ফাতিমা জাতি শংসাপত্র তৈরির প্রক্রিয়া, অঞ্জলি চৌধুরী ডোমিসাইল ও রেসিডেন্সিয়াল সার্টিফিকেট তৈরির পদ্ধতি, হানি পোদ্দার ভূমি সংক্রান্ত বিবাদ, রাধিকা মিস্ত্রী মেয়েদের সঙ্গে অপ্রীতিকর ঘটনা ঘটলে এবং থানায় মামলা না নিলে কী করণীয়, প্রভৃতি বিষয়ে জানতে চায়। বিশ্বজিৎবাবু সহজ ভাষায় তাঁদের সকল প্রশ্নের উত্তর দেন।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
সবশেষে দফতরের বিভিন্ন বিভাগে ছাত্র-ছাত্রীদের ঘুরিয়ে দেখানো হয় যাতে তারা সরকারি দফতরের কাজকর্ম বাস্তবে কী ভাবে হয় তা দেখতে পায়। প্রধান শিক্ষক ডঃ কালিমুল হক বলেন, “জেলা স্তরের এক্সপোজার ভিজিট ছাত্রছাত্রীদের কাছে অত্যন্ত শিক্ষণীয় ও ফলপ্রসূ হয়েছে। এর মাধ্যমে তারা প্রশাসনিক কাঠামো, দফতর পরিচালনার পদ্ধতি ও সরকারি কাজের ধারাবাহিকতা সম্পর্কে প্রত্যক্ষ ধারণা লাভ করেছে।” জানা গিয়েছে, সর্বশিক্ষা মিশনের সৌজন্যে এই পরিদর্শনের আয়োজন করা হয়েছিল। উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিদর্শক ঋতপথিক ঘোষ। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )

