You are currently viewing প্রধান শিক্ষক চোর! এই অভিযোগে তাঁকে তালাবন্ধ করে বিক্ষোভ পড়ুয়াদের

প্রধান শিক্ষক চোর! এই অভিযোগে তাঁকে তালাবন্ধ করে বিক্ষোভ পড়ুয়াদের

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২২ সেপ্টেম্বর ২০২৩: প্রধান শিক্ষক চোর! এই অভিযোগে তাঁকে তালাবন্ধ করে বিক্ষোভ পড়ুয়াদের। শনিবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাবরা এক নম্বর ব্লকের রাজবল্লভপুর উচ্চমাধ্যমিক হাই স্কুলে।প্রধান শিক্ষকের ঘরের দরজায় চক দিয়ে লিখে দেওয়া হয়, ‘চোর’। পড়ুয়াদের অভিযোগ, তাদের কাছ থেকে টাকা নিয়ে আত্মসাৎ করেছেন প্রধান শিক্ষক।

আরও পড়ুন- এক ঘন্টার মধ্যে লোনের ৯৫ হাজার টাকা উধাও

প্রধান শিক্ষক সেকেন্দার রবি দাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলেছে স্কুলের পড়ুয়ারা। তাঁদের অভিযোগ, বিশেষ পোশাক দেওয়ার কথা বলে শারীরশিক্ষা ক্লাসের জন্য টাকা নিয়েছিলেন প্রধান শিক্ষক। কিন্তু পোশাক আর দেওয়া হয়নি। পড়ুয়াদের দাবি, এদিন সে বিষয়ে কথা বলতে গেলে প্রধান শিক্ষক নাকি সাফ জানিয়ে দেন, তিনি কোনও টাকা নেননি। যে টাকা নেওয়া হয়েছে তা স্কুলের উন্নয়নে ব্যয় করা হয়েছে। এরপরেই উত্তেজনা ছড়ায় স্কুলে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply