বুদবুদ, ৭ মে ২০২৪: “স্কুল সর্ভিস কমিশন মানে মমতা, আর মমতা মানে চোর।” পূর্ব বর্ধমানের (Purba Bardhaman) বুদবুদে বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষের সমর্থনে জনসভায় এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।
এদিন মঞ্চে দিলীপ ঘোষের প্রশংসা করে শুভেন্দু বলেন, দিলীপ ঘোষ যোগ্য প্রার্থী। তাই যোগ্যতার নিরিখে ভোট পাবেন তিনি। তৃণমূল সরকারকে তুলোধোনা করে শুভেন্দু বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে ভাষায় প্রধানমন্ত্রীকে আক্রমণ করছেন তাতে নিজের পরিচয় তিনি নিজেই দিচ্ছেন। প্রধানমন্ত্রীকে তুই তোকারি করে কথা বলছেন মুখ্যমন্ত্রী, এ লজ্জা কার? তৃণমূল এদো পুকুর। স্বপ্ন দেখছে ৪৫ আসনে প্রার্থী দিয়ে প্রধান মন্ত্রী হওয়ার!” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।