দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ সেপ্টেম্বর ২০২৩: ডিয়ার লটারি নিয়ে তুলকালাম অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুক্রবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের শীতলপুর কোলিয়ারি দুর্গা মন্দির চত্বরে তিনি এক জনসভায় যোগ দেন। সেখানে তিনি বলেন, ‘‘২০২২-২৩ অর্থবর্ষে ডিয়ার লটারি তৃণমূলকে ইলেক্টোরাল বন্ডে ৩০০ কোটি টাকা দিয়েছে। এমন কি মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ডে ২০২২ সালে ডিয়ার লটারির মালিক চেকে ১ কোটি টাকা দিয়েছেন।’’
দেখুন সেই ভিডিও
এদিনের সভায় ছিলেন বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই, অগ্নিমিত্রা পাল, বিজেপির জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি প্রমুখ। এদিনের সভা থেকে শুভেন্দু রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নানা ইস্যু নিয়ে তোপ দাগেন। তিনি বলেন, ‘‘মুখ্যমন্ত্রী সিঙ্গুরে নির্মিয়মান টাটার কারখানার সীমানা পাঁচিল ডিনামাইট দিয়ে উড়িয়ে দেন। তিনি গিয়েছেন স্পেনে শিল্প আনতে। ভাবা যায়!’’
স্থানীয় বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী প্রসঙ্গে শুভেন্দু বলেন, ‘‘এখানকার বিধায়ক গণনাকেন্দ্রে কারচুপি করে জিতেছেন। তিনি মানুষের ভোটে জেতেননি।’’ এ’প্রসঙ্গে পাল্টা দিয়েছেন নরেন্দ্রনাথ চক্রবর্তীও। তিনি বলেন, ‘‘নন্দীগ্রামে উনি কীভাবে জিতেছিলেন সবাই জানেন। লোডশেডিং করে জিতে বিধায়ক হয়েছেন শুভেন্দু অধিকারী। তাই তিনি যত কম কথা বলেন তত ভালো!’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।