দীর্ঘদিন ধরে বন্ধ দোকানঘরে আচমকা আগুন, আতঙ্ক বাজারে

দুর্গাপুর দর্পণ, পানাগড়, ১ জুলাই ২০২৩: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) পানাগড় বাজারে একটি বন্ধ দোকান ঘরে শনিবার সকালে আচমকা আগুন (Fire) লেগে যায়। দোকানটি দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। তেমন একটি দোকানে আগুন লাগায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে পানাগড় বাজারে। খবর দেওয়া হয় দমকলে। দমকলের একটি ইঞ্জিন প্রায় আধ ঘন্টার চেষ্টায় আগুন আয়ত্বে আনে। আগুন ছড়িয়ে পড়তে পারেনি। দোকান মালিক জানিয়েছেন, ভিতরে বেশ কিছু ডিমের পেটি রাখাছিল। কীভাবে আগুন লাগল তা বুঝে উঠতে পারছেন না তিনি।