দুর্গাপুর: বেতন বন্ধের নোটিশের প্রতিবাদে কারখানার গেটের সামনে তুমুল বিক্ষোভে অস্থায়ী শ্রমিকরা। দুর্গাপুরে রাজ্য সরকারের অধীনস্থ দুর্গাপুর কেমিকেলস কারখানা বন্ধ হয়ে যায় ২০১৯ সালে। তারপরেও কারখানার স্থায়ী ও অস্থায়ী শ্রমিকরা নিয়মিত বেতন পেতেন। কয়েকদিন আগে হঠাৎ নোটিশ দিয়ে জানানো হয়, ডিসেম্বর মাসের পর থেকে আর বেতন দেওয়া হবে না অস্থায়ী শ্রমিকদের। স্থায়ী শ্রমিকদেরও স্থানান্তরিত করার নোটিশ দেওয়া হয়েছে।
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
তারই প্রতিবাদে কারখানার গেটের সামনে এদিন আন্দোলন করেন অস্থায়ী শ্রমিকরা। বিক্ষোভকারী উজ্জল পাল বলেন, “এই নোটিশের পর থেকে আমরা আতঙ্কে রয়েছি। আমাদেরকে এভাবে বসিয়ে দেওয়া হলে আমরা খাব কী? দ্রুত আমাদেরকেও স্থায়ী শ্রমিকদের মত স্থানান্তরিত করা না হলে ধারাবাহিকভাবে আন্দোলন চালিয়ে যাব। প্রয়োজনে পরিবার-পরিজন নিয়ে রাস্তায় নামবো।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।