দুর্গাপুরের মুচিপাড়ায় খোলা হল সুফল বাংলার স্টল
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২০ জুলাই ২০২৪: আনাজের দাম কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে রাজ্য জুড়ে বাজারে বাজারে শুরু হয়েছে অভিযান। টাস্ক ফোর্স বিক্রেতাদের নানা ভাবে সতর্ক করছে। তার পরেও পরিস্থিতি তেমন বদলাচ্ছে না বলে অভিযোগ ক্রেতাদের। এই পরিস্থিতিতে ক্রেতাদের কিছুটা স্বস্তি দিতে পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরে খোলা হল সুফল বাংলার স্টল। যেখান থেকে নায্য মূল্যে ক্রেতারা আনাজ কিনতে পারবেন।
রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ভ্রাম্যমান সুফল বাংলা স্টলের গাড়ির সংখ্যা বাড়ানো হয়েছে। নতুন নতুন সুফল বাংলা স্টল খোলা হচ্ছে। দুর্গাপুরের মুচিপাড়াতেও শনিবার খোলা হল তেমন একটি স্টল। এদিন সকালে দুর্গাপুর পুর নিগমের উদ্যোগে মুচিপাড়া বাজারে সুফল বাংলার স্টলের উদ্বোধন করা হয়। প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সেন অনিন্দিতা মুখোপাধ্যায়, প্রশাসকমণ্ডলীর সদস্য রাখি তিওয়ারি, ধর্মেন্দ্র যাদব ও পুর নিগমের কমিশনার আবুল কালাম আজাদ সহ সংশিষ্ট দফতরের আধিকারিকেরা এই স্টলের উদ্বোধন করেন।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
অনিন্দিতা মুখোপাধ্যায় বলেন, “জিনিসপত্রের দাম নাগালের মধ্যে রাখতে রাজ্য জুড়ে সরকারের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। কালোবাজারি রুখতে মজুতদারদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিচ্ছে রাজ্য সরকার। বাজারে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সাধারণ মানুষকে স্বস্তি দিতে খোলা হচ্ছে সুফল বাংলার স্টল। বাজারের থেকে কম দামে এই স্টলগুলি থেকে আনাজ কিনতে পারবেন সাধারণ মানুষ। এমন স্টল পুর নিগমের বিভিন্ন প্রান্তে খোলা হচ্ছে।” (বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।