ট্রেন দুর্ঘটনার কবলে শান্তিপুরের সুজয়, কবে বাড়ি ফিরব সে?

দুর্গাপুর দর্পণ,নদীয়া, ৩ জুন ২০২৩: নদীয়ার( Nadia) শান্তিপুর থানার গয়েশপুর গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা সুজয় সিংহ রায়। মাধ্যমিক পরীক্ষা দিয়ে দেড় বছর আগে ব্যাঙ্গালোরে কাজ করতে যায় সে। তাদের ভাঙা ঘর। ঝড় এলে বাড়ি ছেড়ে পালাতে হয়। বাবা দিন মজুরের কাজ করে। টাকার অভাবে পড়া শেষ না করেই ভিনরাজ্যে পাড়ি। সেই সুজয় বাড়ি ফেরার সময় গতকালের ট্রেন দুর্ঘটনার কবলে।
জানা গিয়েছে, প্রায় দেড় বছর পর বাড়ি ফিরছিল সে। বোনকে ফোন করে সুজয় জানায় বড় ট্রেন দুর্ঘটনার কবলে সে। অল্পের জন্য প্রাণে বেঁচে গেছে। তারপর তার সঙ্গে আর যোগাযোগ হয়নি পরিবারের সঙ্গে। কান্নায় ভেঙে পড়েছে সুজয়ের মা।