You are currently viewing দুর্গাপুরে বিজেপির ‘এমার্জেন্সি’ অনুষ্ঠানে যোগ দিলেন সুকান্ত মজুমদার

দুর্গাপুরে বিজেপির ‘এমার্জেন্সি’ অনুষ্ঠানে যোগ দিলেন সুকান্ত মজুমদার

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৩ অক্টোবর ২০২৩: শুক্রবার  পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরে বিজেপির ‘এমার্জেন্সি’ অনুষ্ঠানে যোগ দিলেন দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন আসানসোলে একগুচ্ছ কর্মসূচি ছিল তাঁর। ফেরার পথে তিনি দুর্গাপুরের ট্রাঙ্ক রোড সংলগ্ন ক্ষুদিরাম মাঠে দুর্গাপুজো মন্ডপের প্রস্তুতি খতিয়ে দেখতে আসেন।

দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই তাঁকে আমন্ত্রণ জানান। সেজন্য তড়িঘড়ি ক্ষুদিরাম মাঠে “এমার্জেন্সি” অনুষ্ঠানের আয়োজন করে বিজেপি। পুলিশের বোম্ব স্কোয়াড এসে তড়িঘড়ি মঞ্চ খতিয়ে দেখে। সুকান্ত মজুমদার এলাকার দুঃস্থ মহিলাদের হাতে শাড়ি তুলে দেন। দুর্গাপুজো মন্ডপ ঘুরে দেখেন। লক্ষ্মণ ঘোড়ুই বলেন, ‘‘এমার্জেন্সি অনুষ্ঠানের জন্য লাইট ও মাইকের কিছুটা সমস্যা দেখা দিয়েছিল।’’ (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।

Leave a Reply