সনাতন গড়াই, দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১১ এপ্রিল ২০২৪: উন্নয়নের স্বার্থে রাজ্যের সব সাংসদদের থেকে বেশি খরচ করেছি। সাংসদ তহবিলের তৃণমূল সাংসদ মমতাজ সংঘমিতা এবং সিপিএম সাংসদ সাইদুল হকের পড়ে থাকা টাকাও খরচ করেছি। সব তথ্য তুলে দেব একদিনের মধ্যে। যাযাবর নিজের জন্মভূমিতে ফিরেছে। রায় দেবে জনতা জনার্দন। দিল্লি থেকে আকাশ পথে পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডাল বিমানবন্দরে অবতরণ করে নিজের কেন্দ্রে পা দিয়েই তৃণমূলকে নিশানা করলেন বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া।
এবার বিজেপি তাঁকে আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী করেছে। তিনি বিমানবন্দরে নেমে তৃণমূলের বিরুদ্ধে মহিলাদের অপমান, নারী পাচারের মত ভয়ানক ঘটনার অভিযোগ তুলে বলেন, বিজেপি এর তীব্র প্রতিবাদ করে, সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ায়।বিমানবন্দরে নেমে হুডখোলা গাড়িতে চড়ে সমর্থকদের সঙ্গে সড়ক পথে দুর্গাপুর রওনা দেন তিনি। বিমানবন্দরে প্রার্থীকে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বিজেপির জেলা সভাপতি বাপ্পা চট্টোপাধ্যায়, কুলটির দলীয় বিধায়ক অজয় পোদ্দার প্রমুখ।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500 )
বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিদায়ী সাংসদ পাঁচ বছরে এলাকা উন্নয়নে ১৭ কোটি টাকা খরচ করেছেন বলে দাবি করেন। ওই কেন্দ্রের সিপিএম সাংসদ সাইদুল হক এবং তৃণমূলের সাংসদ মমতাজ সংঘমিতা যে টাকা খরচ করতে পারেননি সেই টাকাও ফিরিয়ে এনে উন্নয়নের কাজে খরচ করেছেন বলে দাবি করেন। এই সমস্ত তথ্য একদিনের মাথায় তুলে দেবেন বলেও দাবি করেন। এদিকে আসানসোলের তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহাকে আক্রমণ করে বলেন, খামোশ বলে জনতার কন্ঠরোধ করতে নেই। মানুষের আওয়াজ শুনতে হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)