দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ এপ্রিল ২০২৪: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরের অন্ডাল গ্রাম দিয়ে থেকে প্রচার শুরু করলেন আসানসোল কেন্দ্রের বিজেপি প্রার্থী সুরিন্দর সিং আলুওয়ালিয়া। আজ সকালে দুর্গাপুর থেকে বেরিয়ে এই অঞ্চল থেকে নির্বাচনী প্রচার শুরু করেন বর্ধমান-দুর্গাপুরের বিদায়ী সাংসদ সুরিন্দর সিংহ আলুওয়ালিয়া।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
গতকাল অন্ডালের কাজি নজরুল ইসলাম বিমান বন্দরে বিকেলে দিল্লি থেকে এসে নামেন তিনি। এরপর দলীয় কর্মীরা র্যালি করে তাঁকে দুর্গাপুরের বাসভবনে নিয়ে আসেন। আজ সকাল থেকে তিনি প্রচার শুরু করলেন। নিজের নির্বাচনী কেন্দ্র আসানসোল লোকসভার অন্তর্গত অন্ডাল গ্রাম থেকে প্রচার শুরু করেন তিনি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।