দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: নবান্ন অভিযানে গিয়ে পুলিশের উপরে হামলার অভিযোগে গ্রেফতার হয়েছিলেন পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) কাঁকসা বিডিও অফিসের কর্মী শুভঙ্কর ব্যানার্জী। জামিনে ছাড়া পান তিনি। ৩ সেপ্টেম্বর ফের কাজে যোগ দেন। এরপর তাঁকে পর পর দুটি শো কজ চিঠি ধরানো হয়। সেগুলির জবাব দেওয়ার সময় পেরোনোর আগেই বৃহস্পতিবার সরাসরি সাসপেন্ডের চিঠি ধরানো হয়েছে বলে অভিযোগ করেছেন সংগ্রামী যৌথ মঞ্চের নেতা শুভঙ্কর ব্যানার্জী।
তিনি বলেন, আমি হতভম্ব হয়ে গিয়েছি। শো কজের চিঠির জবাব দেওয়ার আগেই সাসপেন্ড করা হল। তিনি জানান, বৃহস্পতিবার কাজে যোগ দেওয়া মাত্রই তাকে সাসপেন্ডের চিঠি ধরানো হয়। ৩ সেপ্টেম্বর কাঁকসা বিডিও অফিসে কাজে যোগ দেওয়ার দিনেই প্রথম শো কজের চিঠি ধরানো হয়। উত্তর দেওয়ার শেষ দিন ৫ সেপ্টেম্বর। ফের বুধবার আরও একটি শো কজ নোটিস ধরানো হয়। উত্তর দেওয়ার শেষ দিন ছিল আগামী সোমবার। এরই মধ্যে বৃহস্পতিবার ডিউটিতে যোগ দেওয়া মাত্রই তাঁকে সাসপেন্ডের চিঠি ধরানোয় বিতর্ক শুরু হয়েছে।
জেলাশাসকের নির্দেশে বলা হয়েছে, শুভঙ্করকে যে ধারায় পুলিশ গ্রেফতার করেছিল, সরকারি নিয়ম মেনে সাসপেন্ড করা হয়েছে তাঁকে। পরবর্তী নোটিশ না পাওয়া পর্যন্ত তিনি কাজে যোগ দিতে পারবেন না। এই ঘটনাকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। শুভঙ্কর বলেন, “কাল থেকে আমি আর কাজে যোগ দেব না। তবে আমি অবাক হয়ে যাচ্ছি। আমাকে আগে যে শো কজের নোটিশগুলো দেওয়া হয়েছে, সেগুলোর উত্তর দেওয়াটা এখন আইনি না উত্তর না দেওয়াটা আইনি, সেটাই তো বুঝতে পারছি না!” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।