দুর্গাপুর দর্পণ, ২২ মে ২০২৪: পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুরের বাচিক শিল্পচর্চা কেন্দ্র স্বরবাক এর উদ্যোগে রবীন্দ্র জন্মোৎসব পালিত হল ২০ মে, ডিএসপি টাউনশিপের সিনিয়র সিটিজেন ওয়েলফেয়ার কমিটির সভাগৃহে। অনুষ্ঠানে একক ও সম্মেলক আবৃত্তি, সঙ্গীত এবং শ্রুতিনাটক পরিবেশিত হয়। স্বরবাক এর শিল্পীবৃন্দ এবং দুর্গাপুর রম্যবীণা, সুরপরিষদ, স্বপ্নছন্দম, শ্রুতিরঙ্গম ইত্যাদি সংস্থার শিল্পীরা অংশ নেন।
উল্লেখযোগ্য অনুষ্ঠানের মধ্যে ছিল স্বরবাক পরিবেশিত রবীন্দ্রনাথ ঠাকুরের পুরাতন ভৃত্য কবিতা অবলম্বনে শ্রুতি নাটক ‘কৃষ্ণবসন্ত’। নাটকের পরিচালনার দায়িত্বে ছিলেন বিপ্লব মুখোপাধ্যায়। এছাড়া ঋতুকণা ভৌমিক ও গার্গী সাহার একক রবীন্দ্র সঙ্গীত, শ্রাবন্তী সাহার একক আবৃত্তি প্রভৃতি দর্শকদের নজর কাড়ে। অনুষ্ঠান সঞ্চালনা করেন স্বরবাক এর সম্পাদক নন্দিনী বন্দ্যোপাধ্যায়। সামগ্রিক ভাবনা, পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সংস্থার কর্ণধার বিপ্লব মুখোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী বুদ্ধদেব সেনগুপ্ত সহ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা।
( রাজেন্দ্র একাডেমি ফর টিচার্স এডুকেশন। NAAC স্বীকৃত শিক্ষক প্রশিক্ষণের সেরা প্রতিষ্ঠান। যোগাযোগ- 8170031466)
(বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।