দুর্গাপুর পুর নিগমের যাত্রী প্রতীক্ষালয় দখল করে চলছে মিষ্টির দোকান!

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে পুর নিগমের যাত্রী প্রতীক্ষালয় দখল করে চলছে মিষ্টির দোকান! ২৭ নম্বর ওয়ার্ডের হাডকো মোড়ে রয়েছে একটি মিষ্টির দোকান। তার পাশেই রয়েছে দুর্গাপুর নগর নিগমের উদ্যোগে গড়ে উঠা যাত্রী প্রতীক্ষালয়। সেই যাত্রী প্রতীক্ষালয় ব্যবহার করে চলছে মিষ্টির দোকানের কাজকর্ম। যাত্রীদের বসার জায়গা দখল করে রাখা হয়েছে সন্দেশ, লবঙ্গ লতিকা, গজা, কচুরি সহ নানান মিষ্টান্ন সামগ্রী। ক্রেতাদেরও সেখানে বসেই খাওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
অভিযোগ, বাস ধরার জন্য মানুষজন এলে তাদের দাঁড়িয়ে থাকতে হচ্ছে রোদ উপেক্ষা করে। মিষ্টির দোকানের মালিক অবশ্য দাবি করছেন, এই প্রতীক্ষালয়ের তিনি দেখভাল করেন। তাই তিনি মিষ্টি রেখেছেন। স্থানীয় বাসিন্দা দীপক কুমার পাশওয়ানের অভিযোগ, “মিষ্টির দোকানের মালিককে এ বিষয়ে অনেক বার বলা হয়েছে। তিনি শোনেননি। প্রশাসনও কোনও ব্যবস্থা নেয় না। সমস্যায় ভুগতে হয় যাত্রীদের।”
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
কটাক্ষ করে বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “সারা দুর্গাপুর দখল করে নিয়েছে তৃণমূলের নেতারা। এই মিষ্টির দোকান থেকেও তোলা নেওয়া হচ্ছে। কাটমানি নিচ্ছেন প্রাক্তন কাউন্সিলররা। তাই দোকান মালিক সরকারি প্রতীক্ষালয় ব্যবহার করার সাহস পাচ্ছেন।” দোকানের মালিক গৌতম বটব্যালের দাবি, “নববর্ষের জন্য দোকানে কাজকর্ম হচ্ছে। সেই জন্যই মিষ্টি রাখা হয়েছে প্রতীক্ষালয়ে। আমি এই যাত্রী প্রতীক্ষালয় পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। তাই মিষ্টি এবং দোকানের জিনিসপত্র রেখেছি।” দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন পুর নিগমের প্রশাসকমন্ডলীর সদস্য রাখি তিওয়ারি। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন )