দুর্গাপুর দর্পণ, সিউড়ি, ১৬ জুন ২০২২: পাথরচাপুরি অল আমিন মিশন হস্টেলে থেকে পড়াশোনা করে সৈয়দা তসলিমা নাসরিন। বাবা সৈয়দ বরকত আলি বিদ্যুৎ দফতরের কর্মী। এবার সে কড়িদ্যা যদু রায় মেমোরিয়াল অ্যান্ড পাবলিক ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক পরীক্ষায় বসেছিল। মোট ৭০০ নম্বরের মধ্যে তসলিমার প্রাপ্ত নম্বর ৬৬৩।
তার এই সাফল্যে উচ্ছ্বসিত স্কুলে শিক্ষক-শিক্ষিকারা। তসলিমার প্রাপ্ত নম্বর হল বাংলায় ৯১, ইংরাজিতে ৯২, গণিতে ৯৩, পদার্থবিজ্ঞানে ৯৬, জীবনবিজ্ঞানে ৯৭, ইতিহাসে ৯৫ এবং ভুগোলে ৯৯। বিজ্ঞান নিয়ে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছে তসলিমা। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন।)