দুর্গাপুর: সারা দেশে ২৬ নভেম্বর দিনটি সংবিধান দিবস হিসাবে মর্যাদা সহকারে পালিত হয়। এবছর ভারতীয় সংবিধান কার্যকরী হওয়ার ৭৫ তম বর্ষ। এবার তাই এই দিনটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এদিন পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) দুর্গাপুরে সংবিধান দিবস উপলক্ষে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সিটি সেন্টারে আদালত ভবনের কাছে সম্প্রীতি সৌধে দেশনায়কদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে সংবিধান দিবস উদযাপন করেন দুর্গাপুরের কংগ্রেস কর্মী-সমর্থক এবং আইনজীবীরা।
নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি ও প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য তরুণ রায়। এছাড়া ছিলেন জেলা আইএনটিউসির সভাপতি সুভাষ সাহা, কংগ্রেস আইনজীবী সেলের সভাপতি শিব প্রসাদ পতি এবং কংগ্রেসের যুব ও মহিলা শাখার সদস্যরা। তরুণবাবু বলেন, “সংবিধান দিবসে সংবিধানের মর্যাদা রক্ষার শপথ নিতে হবে। বর্তমানে রাজ্য সহ সারা দেশের বিভিন্ন ঘটনায় দেখা যাচ্ছে দেশের সংবিধান বিপন্ন। ভারতকে একটি সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ গণতান্ত্রিক রাষ্ট্র গঠন করার যে দৃঢ় সংকল্প নিয়ে বিশ্বের বৃহত্তম এই সংবিধান তৈরী করা হয়েছিল, বর্তমানে সেই লক্ষ্য ও উদ্দেশ্য নানাভাবেই লঙ্ঘিত হচ্ছে। তাই আমাদের এই বিশেষ দিন থেকেই সংবিধানের মর্যাদা রক্ষার শপথ নিতে হবে।”
(BCREC & Group of institutions । পূর্ব ভারতের সেরা শিক্ষা প্রতিষ্ঠান। 933927844, 9832131164, 9932245570, 9434250472)
ডিএসপি টাউনশিপের হর্ষবর্ধন রোটারিতে জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে দিনটি পালন করেন কংগ্রেস কর্মী-সমর্থকেরা। ডিএসপি টাউনশিপে সংবিধান পাঠ করে সংবিধান দিবস পালন করে ইস্পাত নগরীর এসসি এসটি এমপ্লয়িজ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। বাবা সাহেব ভীমরাও রমোজি আম্বেদকরের মূর্তিতে মাল্যদান করা হয়। সকলকে সংবিধান রক্ষা করার অনুরোধ করা হয়। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।