দুর্গাপুর: বিশ্ব যোগাসন প্রতিযোগিতায় স্বর্ণপদক পেলেন দুর্গাপুরের তানিয়া চ্যাটার্জি। ডিএসপি টাউনশিপের বি-জোনের জয়দেব রোডের বাসিন্দা তানিয়া। অন্ধ্রপ্রদেশের ভাইজাগে বিশ্ব যোগাসন প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেখানে ১৪টি দেশের প্রায় ৭০০জন প্রতিযোগী অংশ গ্রহণ করেন। ট্রাডিশনাল ও রিদমিক, দুটি বিভাগ ছিল। ট্রাডিশনাল যোগায় ৪১ থেকে ৪৫ বছর বিভাগে প্রথম স্থান অধিকার করে স্বর্ণপদক জেতেন তানিয়া।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
তিনি জানান, ৬বছর ধরে তিনি যোগাসন অনুশীলন করছেন। শারীরিক দিক থেকে সুস্থ থাকার জন্য যোগ শুরু করেোন তিনি। ছোটবেলা থেকেই খেলাধুলো ভালবাসেন। ধীরে ধীরে এক সময় যোগাসন জীবনের ধ্যানজ্ঞান হয়ে ওঠে। সংসারের সব কাজ সামলে প্রতি দিন নিয়মিত ভোরবেলা যোগাসন অনুশীলন করেন। তাঁর মেয়ে এখন বিবিএ পড়ছেন। তিনি বলেন, “আমি মনে করি সুস্থ শরীর ও সুস্থ সমাজ গড়তে যোগার ভূমিকা অপরিসীম।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।