
পারিজাত মোল্লা, দুর্গাপুর দর্পণ, ১২ জানুয়ারি ২০২৪: মৈত্রীর বার্তা নিয়ে সাইকেলে বাংলাদেশ (Bangladesh) থেকে কলকাতায় এসেছেন তানজিনা মিতু। বালি-বেলুড়ে গত ৬ জানুয়ারি ‘দ্বিতীয় খেলো ইন্ডিয়া আন্তর্জাতিক ক্যারাটে প্রতিযোগিতা’য় যোগ দিতেএসেছিলেন তানজিনা। কুমিল্লা জেলার বাসিন্দা তানজিনা পলিটেকনিকের কম্পিউটার বিভাগে তৃতীয় বর্ষের ছাত্রী। মিরপুর সাইক্লিস্ট ক্লাবের সদস্য।
গতবছর ২৬ ডিসেম্বর ঢাকা থেকে যশোর ঢুকেছেন। এরপর বেনাপোল সীমান্ত অতিক্রম করেছেন ৩০ ডিসেম্বর। ক্যারাটের ব্লাকবেল্ট তানজিনা এদেশে এসে ওঠেন বন্ধু গৌতম কর্মকারের বাড়িতে। গৌতম সম্প্রতি বাংলাদেশের নাগরিকদের মধ্যে সবুজের বার্তা দিতে সাইকেল করে সেদেশ একা ঘুরে এসেছেন।
বুধবার সকালে শিয়ালদহ ইএসআই সংলগ্ন এক স্কুলের সামনে গৌতম চক্রবর্তী , কৃষ্ণা বিশ্বাস, রিয়া ঘোষদের মতো অভিভাবকদের কাছে মৈত্রীর বার্তা দিতে দেখা যায় তানজিনাকে। দুই বাংলার সাংস্কৃতিক মেলবন্ধন নিয়ে আবেগে আপ্লুত হয়ে যান কেউ কেউ। বৃহস্পতিবার তানজিনা দেশের পথে রওনা দিয়েছে। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।