দুর্গাপুর: কল্পতরু প্রজেক্টস ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান মফতরাজ পি মুনত এর ৮০তম জন্মদিন উপলক্ষে দেশ জুড়ে ৫০০০ ইউনিট রক্ত সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। শুক্রবার সংস্থার দুর্গাপুর ডিভিশনের পক্ষ থেকে স্বেচ্ছা রক্তদান শিবির, বস্ত্র বিতরণের আয়োজন করা হয়। দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের এ বি জোন সাব স্টেশন সাইটে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।
(Dvita Eye Care। কলকাতার বাইরে সেরা চোখের হাসপাতাল। যোগাযোগ- 0343-6661111)
মোট ৪০ জন রক্তদান করেন। প্রথম বার রক্তদান করেন ৩ জন। উপস্থিত ছিলেন রক্তদান আন্দোলনের কর্মী ও দুর্গাপুর ব্লাড ডোনার্স কাউন্সিলের সাধারণ সম্পাদক সজল বোস, সহ সভাপতি পার্থ প্রতিম গুপ্ত, ডাইরেক্টর অফ এডুকেশন মানস মিত্র, যুগ্ম সম্পাদক এস এস যাদব ও অঙ্কন দত্ত, কার্যকরী সদস্য আফতাব হোসেন। (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)।